রুবাই-৪৫
শুষ্ক উদর ডাস্টবিনে খোঁজে খাদ্যের কণা মুঠি
দান করে দেয় জনসংযোগে একমুঠো পাউরুটি
গিলে গ্রাস করে পাহাড় নদী তহবিল দরকারী
এক দুই তিন হাজার লক্ষ অজুহাত সরকারী।
(বুধবার, ০৬ জানুয়ারি ২০২১, ২২ পৌষ ১৪২৭, ২১ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)


রুবাই-৪৬
বুধ নেপচুন সুপারনোভায়, শুক্র গ্যালাক্সি
শনির বলয় ইউরেনাসের ভাগ্যে বৃহস্পতি
চন্দ্রালোকে প্লুটো দোলে, মঙ্গল রয় জগৎ জুড়ে
সৌর বলয় সত্যি বিশাল? এক ফোঁটা অনুভূতি!
(মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১, ২০ আশ্বিন ১৪২৮, ২৭ সফর ১৪৪৩ হিজরী)


<সুপারনোভা এবং গ্যালাক্সির উজ্জলতার কাছে সৌরজগৎ সত্যিই একফোঁটাও হয় কিনা সন্দেহ>
<জগৎ= পৃথিবী গ্রহ বুঝতে হবে, তার মানে এখানে কবিতাচ্ছলে নয়টি গ্রহের কথাই উল্লেখ করা হয়েছে।
<প্লুটো দোলে= এর মানে হচ্ছে, মহাকাশ বিজ্ঞানী দের কিছু অংশ প্লুটোকে চাঁদের মতই নিছক উপগ্রহ মনে করে>