রুবাই-৫৩
উদ্যান সংলগ্নে বিলীন, নীল আকাশের গুলিস্তান
বারিধারা দৃষ্টি সীমায় চন্দ্র লোকের ফুল বাগান
সঞ্চয় লাল অস্তে মধুর কাশফুল রঙ শরৎকাল
নিঃসঙ্গ সাগর দ্বীপের, নির্জনতায় অবস্থান।।
(মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১, ২০ আশ্বিন ১৪২৮, ২৭ সফর ১৪৪৩ হিজরী)


রুবাই-৫৪
আয়ুষ্কালে তোর আছে কাম, হিংসা লোভে মোমবাতি
যৌবনে ভর, উর্বরতায়, চোখের নেশায় বাসমতী
মাকাল কর্ম পাথর বুকে, বিশুদ্ধতায় স্বর্গ সুখে
পরমায়ু জান্নাতি নূর, ঝর্না ধারা তোর সাথী।।
(বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, ০১ বৈশাখ ১৪২৯, ১২ রমজান ১৪৪৩ হিজরী)


<প্রথম রুবাইটা জান্নাতের, পরমাণু পরিমাণ, কল্পনায় আসা ছবির দৃশ্য>
<মোমবাতি সম আয়ু>
<বাসমতী মতন নারী>