(Original “Take Me Home Country Roads” by Bill Danoff, Taffy Nivert & John Denver, 1971)


দৃষ্টি দিগন্তে স্বর্গ আঁকা ওয়েস্ট ভার্জিনিয়া
ব্লু রিজ পর্বতমালা শেনান্দোয়াহ জলধারা
অনেক পুরানো বসতি বয়সে গাছের চেয়ে বেশী
পাহাড়ের নিচু পাদদেশে মৃদু বাতাসের মত বাড়ে
গাঁয়ের মিষ্টি রাস্তা আমায় নিয়ে যাও সেই বাড়ি
আমি যার অধিবাসী
মায়ের আদুরে পর্বতমালা ভার্জিনিয়া পশ্চিমে
গাঁয়ের মিষ্টি রাস্তা আমায় নিয়ে যাও সেই গ্রামে।


আমার অনেক স্মৃতিমালা ঘিরে আছে তার চারপাশে
খনির অনেক শ্রমজীবী নারী অপরিচিত নীল জলে
গোধূলি আকাশ ধুসর আঁধারে দিগন্ত গায়ে আঁকে
নম্র চাঁদের অনুভূতি চোখে অশ্রু ঝরনা আনে
গাঁয়ের মিষ্টি রাস্তা আমায় নিয়ে যাও সেই বাড়ি
আমি যার অধিবাসী
মায়ের আদুরে পর্বতমালা ভার্জিনিয়া পশ্চিমে
গাঁয়ের মিষ্টি রাস্তা আমায় নিয়ে যাও সেই গ্রামে।


সুমধুর শুনি প্রতি প্রত্যুষে ডাকে মোরে তার সুরে
রেডিও আমায় করে দেয় মনে মেঠোপথ বহুদূরে
রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অনুভুতি অনুভবে
আমার গাঁয়ের স্বর্গে থাকাই ভালো ছিলো সবচেয়ে।


(সোমবার, ২১ ডিসেম্বর ২০২০, ৬ পৌষ ১৪২৭, ৫ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)


<এই ভাবানুবাদ কাব্য কোনভাবেই মূল Take me home Country Roads গীতি কবিতার অনুবাদ বলা সমীচীন হবেনা। এটা মূল গানের আমার অনুভূতির ভাবানুবাদ>