শহরের পাদদেশে দুইতলা ঘর
দেশের প্রান্ত সীমানায় অবসর
রাজপথে ঘাসফুল ঘুমায় যখন
সন্ধ্যা যাত্রা পথে চাঁদ অনুচর;


অনন্ত নিভৃতে আলো ছিলো সে
হৃদয় প্রশান্তিতে কুয়াশা শীতে
কবিতা অন্ত্যমিলে সমান্তরালে
আমের মুকুল ঝরা শিলা বৃষ্টিতে;


আলোকিত বাতিঘর কল্পনা গান
বৃক্ষ সারির পাতা নেচে উদ্যান
পাল তুলে নৌকায় চির অম্লান
ফুলের শেকড়ে সুঁই সুতার বাগান।


দূরবীন রূপকথা বিন্দু নয়নে
দিগন্তে মহাকাশ অনুসন্ধানে
অশান্ত অনুভূতি কাঁদে অভিমানে
নেকাবের কারুকাজ খুঁজে অকারণে;


এখনো তিতির পাখি খোঁজে উপবন
নিশ্চুপ নিশি রাতে আবেগ প্রবণ
এই মেঘ রঙধনু হিমেল শ্রাবণ
নিঃশব্দে অনুরাগ একাকী যখন;


রাখাল গরুর পাল দেখে সারাদিন
সূর্য অস্ত রাগে গোধূলি বিলীন
অবাক নয়নে চাঁদ পৃথিবী দ্যাখে
শতাব্দী জানালায় তুলনা বিহীন।।


(মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী)