ইতিহাস খর যান নীলাকাশ রাস্তা
বিষ পানে যাক প্রাণ, চানাচুর সস্তা
দূর নীল নদী কূল, আসলে প্রমত্তা
পাল তুলে জল যান, পার করে বস্তা।


জন কোলাহল হাটে, গরু ডাকে হাম্বা
চারপাশে সাদা বক, বিদ্যুৎ খাম্বা
এক তারে পাখি গায় এক তারে আম্মা
গামছা শুকিয়ে দেয়, লুঙ্গিটা রাঙা।


বহুদূর ইস্কুল ঘনঘটা ঘণ্টা
ফুটবল খেলা শেষে বিশ্রামে মনটা
খেতে দেয় পানিভাত নারিকেল ভর্তা
আলু ভাজি সাদা ভাত বেছে নেয় কর্তা?


সিঙ্গাড়া চমচম নানরুটি বাংলা
পেট চুক্তিতে খায়, জনগণ মংলা
ইস্পাত রেললাইন আঁকাবাঁকা জংলা
জল্লাদ মাথা গুনে বাঙালি কল্লা।


এই ছবি এই দেশ এইতো সোমত্ত
কয়লার ইঞ্জিন ঝিক্‌ ঝিক্‌ ভক্ত
সাড়ে তিন যুগ আগে, জনতার রক্ত
বক্তৃতা কবিতায় কারুকাজে শক্ত।।


(মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮, ২০ সফর ১৪৪৩ হিজরী)


খর যান> মুড়ির টিন মার্কা গাড়ী বোঝানো হয়েছে।
জল্লাদ> ডাকাত, সে সময় রেলে প্রচুর ডাকাতি হতো।