সুবহে সাদিক হতে দিবসের শেষ সীমা অবধি-
ছুটে চলা,কেবলই ছুটে চলা।
এই আকালের শহরের অলিগলি আর শহরতলীর উঠানে,
এভাবেইই দিন কাটে সন্ধ্যা হয়,ভোর হয়।


অতঃপর একদিন বছরের অন্ধকারতম রাত্তিরে
হুতুম পেঁচার হঠাৎ ডেকে উঠা শুনে
ভয়ে সলাজে মাথা লুকাই।
আচমকা ঝরনাধারারর মত কলকলে হাসির শব্দ
আমাকে আরো ভীতিগ্রস্ত করে তোলে,
আসলে আমি কিন্তু মোটেই ভীতু নই
হাসির লক্ষে মাথা তুলে দেখি তোমারে,
শুধু তোমারে।


আমার প্রশ্ন হচ্ছে,
জোছনাবিলাসী তুমি এই অমাবস্যায়
ঘরের বাইরে কেন?