তোমাকে আমার কবি বলতেই লাগে
এতো গরল তো লিখতেনা আগে!
প্রেম ঝরতো তোমার লেখায় ছন্দেও থাকতো মিল
এখন কি লেখো এসব!
কাক ব্যাঙ নাকি চিল? 


তোমার শোকে সখি আমার এই হাল, 
তোমার লাগি বেসামাল।


এ কি ছিরি মোর রূপের বর্ণনার! 
তুমি দেখি আমাকে ভুলেই গেছো? 
পটল চেরা আমার চোখ ভুলে
কার চোখে ডুব দিয়েছো?


ছন্দও তুমি গেছো ভুলে!
জাননা কি ব্যাবধান ফুলে আর ফলে?
আকাশ পাতাল সব করেছো এক,
মাটিকে বলো পাথর আর পাথরকে পেক।


তোমার শোকে সখি আমার এই হাল,
তোমার লাগি বেসামাল।
ভুলেছি কবেই তা-
না বুঝেই লিখি সব,
যা লেখি তাই মনে হয় কবিতা।


একটু মধু লেখো-
একটু প্রেম ,
একটু গোলাপ ,।
একটা চুমু আঁকো