সেদিন তোমায় দেখলাম-
লোডশেডিংয়ের প্রতিবাদ মিছিলে.
বজ্র কন্ঠে তুমি স্লোগান বলছিলে,
হাতে ছিল প্লেকার্ড হাজার হাজার
মাঝে মাঝে উবু হয়ে কি যেন কুড়াচ্ছিলে
মনে হয় সুখ!


তোমার সামনে পিছনে কেউ নাই
ডানে বামে কেউ নাই
ব্যানার ধরার কেউ নাই
হাতে হাত রাখার কেউ নাই.
তাইতো ব্যানারকে বেনারসির মতো জড়িয়ে নিলে.


এতো হওয়ার ছিলনা-হওয়ার ছিলনা
তোমাকে আমি আকাশ দিয়েছিলাম.


আমার দিনে সূর্য ছিল
আমার রাতে চাঁদ ছিল
অমাবস্যায় জোনাকি ছিল
তোমার হাতে হাত ছিল.
এক গাল হেসে তুমি হাত ছাড়িয়ে নিলে,
জোছনা তাড়িয়ে দিয়ে
ইলেক্ট্রিসিটির আলো চুমলে.


জীবন থেকে বেচে থাকার রসদ
সংগ্রহ করতে চলতে হবে.
নাহয় তোমার সাথে গলা মিলাতাম
হাত মিলাতাম হাতে,
প্রতিবাদে ফেটে পরতাম
এভাবে কেটে পরতামনা.
মাথার কসম!