নব যৌবনে ঊদ্দীপ্ত নবীন
নতুন আশার পথ,
যাক না মুছে অভিশপ্ত
আজ সকল কলরব ।
প্রভাত ফেরি ডাকছে পিছু
দিই তাহার ডাকেই সাড়া,
গড়ব জীবন নতুন করে
ভূলে সকল ভাঙা-গড়া ।
ধ্বংস হবে বিপর্যয়ে
কত বৃহৎ অট্টালিকা,
তাহার লাগি কি রইবি পড়ি
করবি জীবন বৃথা ?
নদীর তীরে ভাঙছে কত
স্বপ্ন দিবা-নিশী,
তবুও মানুষ স্বপ্ন দেখে
এই দুনিয়ার রীতি ।
আকাশ পানে দিচ্ছে পাড়ি
নতুন কত প্রাণ,
স্বপ্ন জয়ের নেশা কভু
হয় না কারোই ম্লান ।
যৌবনেরি শিখা কভূ লুপ্ত করো না
আসুক যতই বাঁধা কভু,
পরাজয়কে বরণ করো না ।
তোমার কাছেই দেশের আশা
যৌবনে ঊদীপ্ত নবীন তুমি,
তোমার দিশায় দেখবে বিশ্ব
হবে বসুধা স্বর্গ-ভূমি ।