প্রিয়ার কালো চোখ দেখেছি
দেখেছি তার অনাবিল কারুকার্য,
অপলোক নেত্রে খুজেঁছি নভোমন্ডলের চন্দ্রকে
তার কপোলের মধ্যদেশে,
কখনো বিমুগ্ধ হয়েছি তার সুকেশের বিচরণে ।
প্রকৃতির ভীরে প্রায়ই হারিয়ে ফেলতাম নিজেকে
কিন্তুু প্রেয়সীর প্রতি দৃষ্টি ফেরাতেই
আনমনেই তাকিয়ে দেখেছি অপরুপ সৌন্দর্য্য
খুজেঁ পেয়েছি অনাবিল প্রশান্তি
তার মায়বী নেত্রে ।
চক্রাকার নোলকের প্রতি অবলোকন করেছি
সহস্র বার অবলীলায় কিন্তুু সে বোঝেনি কখনো,
তবুও ভালোবেসে গেছি নিরবে চাইনি কিছুই
এ যে আত্মার টান যা রয়ে যায় তোমার পিছুই ।