বিধি এমন জীবন কেন দিলে
যদি দুঃখ দিবে ঢেলে,
সুখের স্বাদ নিবেই যদি
হৃদয় হতে কেড়ে ?
আশার আলো দিলে কেন
যদি ভাঙ্গবে মনের ঘর,
ভালোবাসা কেন দিলে
যদি করবে, মনের মানুষ পর?
সহজ-সরল জীবন ছিলো
চাই নি কভু কিছু,
হৃদয় মাঝে জ্বালালে কেন
প্রণয় আগুন তবু ?
ভালোবাসার মানুষ কেন
বোঝে শুধু ভুল,
মধুর মধুর স্মৃতি দিয়ে কেন
ভাঙ্গে মনের কূল ?
প্রভু এমন জীবন চাই নি আমি
ভালোবাসার স্মৃতি যেথায় বৃথা,
মনের মানুষ পর হয়ে যায়
হৃদয় করে একা ।