ঝৃতুরাজ তুমি এত নিন্ঠুর কেন
হয়েছো কেন বিরাগ
জৈষ্ঠের দাহে পোড়াও কেন
হৃদয় আমার বার মাস ?
সবার তরে জ্বালাও আলো
কেন আমার বেলায় খেয়ালি
বসন্তেরি সুধা কেন
মনে হয় বিষণ্নতার গ্লানি ?
কল্যাণ করো সবার তরে
কেন দাও বিষাদ আমায় ঢালি
ব্জ্ব্র হয়ে কেন জীবন আমার দাও
ধ্বংসের দিকে ঠেলি ?
ক্রমান্বয়ে সবার হিয়া বারে বারে বদলায়
আমার বেলায় কেন শুন্যতা
পিছুতেই ডাকে ঈশারায় ?
তবে কি সংসার আমার রবে অগ্নিকুন্ড
এই বিশ্ব ভ্রম্মাণ্ডে
হৃদয় আগুন জ্বলবে সদাই
আসবে না বসন্ত কভু ফিরে !
রচনাকালঃ০৯/৮/১৭„„ রাতঃ ১২.৩০