মার্জনা কর প্রভু সৃষ্টি তোমার
ভ্রমে যাহা করিয়াছি এ কুলে আমার,
মানব আমি হীন তব এই ধরণীর
সতত পথ দেখাও মোরে অবনীর ।
সুধিব কি করে বল কর্ম আমার ?
দিন দিন কায়া মনে,যাহা লভেছি এপার,
কি হেতু করেছি সব ? লয় খেয়ালি মনে
অন্তঃ দহনে ভূগিছু প্রভূ তব প্রতিক্ষণে ।
সংশয়ে থেকে সদা করি নিজের বিনাশ
পূর্ণ করে আছে যত মনঃ অভিলাষ,
ভাবিনি তো কভূ যেন কি হবে পরিণতি
অপরাহ্ণে ভাবি বসে তব অতীতের কীর্তি ।
সংসারের মায়াজালে তব মম মনোবাস
ছুটি সদা বাঁচিবার লয়ে বৃথা প্রয়াস,
জন্মিলে মরিতে হইবে এতো মিছে নয়
কেন তব এতো কিছু নেই বোধাদয় !