ভালোবাসা নেই মোর শুধু
আছে অবহেলা
তাহার লাগি কাটে সদায়
নিঃসঙ্গ বেলা ।
অতীতের লাগি শুধু হয়
জীবনী ক্ষয়
আশা যত ছিল মনে
আজ সংশয় !
সুখের লাগি কেন অনর্থক
ছুটেছি ভ্রমে ?
জানি নে তো সুখ নেই
শুণ্য জীবনে ।
নিষ্পাপ হয়ে জানি
জন্ম আমার
পদে পদে ভেসে যাই সনে
পাপ পঙ্কিলতার ।
সহসা হঠাৎ দেখি যত
পিছনে ফিরি
পূণ্য যত ছিল সব
গিয়েছে ঘুড়ির মতো উড়ি !
আলোর পিছনে যতই
দিয়েছি পাড়ি
অন্ধকার হয়েছে শুধু সঙ্গী মোর--
বোধদয় তবু হয়না কভূ
অজানায় আছি শুধু পড়ি !