আলোর মাঝে যারা জীবন
কাটায় সারাক্ষণ,
সুখের চাঁদোয় জীবন গড়ে
আর্ত্ম হারা মন ।
বিলাস বহুল আছে যাদের
নেইকো তাদের যাত্বনা,
ক্ষুধার্তের কান্না যেন
তাদের চোখে খেলেনা ।
কুলিরে তারা বলে অধম
তোরা কোন মানুষ না,
রিক্সা-ভ্যানে উঠলে তব
দেখবে কথা মিথ্যাে না ।
নজরুলের সেই কুলির কথা
আজো মনে আছে,
বাস্তবতায় তবু যেন
উল্টো সভাব আসে ।
নজরুলের সাথে বলব আমি
কুলি আমি ভাই,
আমিও মানুষ তোদের মত
আমিও বাচঁতে চাই ।