দিন চলে যায় হেলায় হেলায়
মানুষ গুলো ছুটছে কোথায়,
কিসের আশায় গড়ছে তাঁরা
জীবন পথের স্বর্গ তারা ।
মানুষ গুলো ব্যস্ত কেন
জীবন গুলো ছোট্ট কেন ?
ধরণীর এই চিড়িয়াখানায়
কে আসে আর কে যে যায়-
নিজের তালে ব্যস্ত সবাই,
দিন চলে যায় হেলায় হেলায় ।
কেউ কাটে দিন নিরভাবনায়
কেউ কাটে দিন আশায় আশায়,
কেউ বা আবার দুঃখের বোঝা
নিত্য শুধু বয়ে বেড়ায় ।
যমদূত যে ডাকছে কাকে
কে যে যাবে কার আগে !
ভবের লীলা সাঙ্গ করে
ডুববে যবে চিরতরে ।
হও চেতন বোকা মানুষ
শেষ দিন আসার আগে,
তুমি যেন বেঁচে থাকো
পরপারে যাওয়ার পরে ।
কীর্তিমানের মৃত্যু নেই
এই কথারই ভিত্তি করে ।