একদা আমি জীবন-মৃত্যুর দৃশ্যালয়ে
দেখি বীরবাহু সব নিশ্চুপ হয়ে,
গুনছে দিন একটি মৃত্যুর দরবারে ।
কি করুণ সব দৃশ্য !
আজ বুঝেছি এ ধরা তুচ্ছ,
পারাপারের শত পথ পেরিয়ে আমি
একটি মৃত্যুর কাছে উপনীত ।
বাঁচার আশা নিয়ে এসেছিল প্রাণ
ফিরবে নতুন করে সবার মাঝে,
হঠাৎ কি যেন ব্যাথায় কাতরে উঠে
অজানার পথে পাড়ি দিল প্রাণ নিস্তদ্ধে ।
ডাক্তারগণের কৃত্রিম কত চেষ্ঠা হলো বৃথা
সাধ্যই বা কাহার আছে,
যদি হয় যমদূতের দেখা ।
ডুবলো প্রাণ পৃথিবী হতে ছিন্ন হয়ে একা
এটাই হলো একটি মৃত্যুর করুণ বাস্তবতা ।