সবখানে আছে দেখি শত
অন্যায় অনাচার
নিত্য তাহার সনে কাটছে জীবন
মানুষ নিরুপায় ।
ছোট্ট থেকে বড় হয়ে মানুষ
খেলে সেই খেলা
ঊর্ধে গেলেই শুধু করে
নিচুদের অবহেলা ।
বিলাস বহুল জীবন কাটায়
শুধুএকাই নিজে
ভাবে না কভূ অতীতটাকে
যা ছিলো সে নিজে ।
দিন দিনে ধরণীতে বাড়ায় ব্যবধান
নিজ স্বার্থের লাগি কভূ
রাখে না কারোর মান ।
ভূবণ মাঝে তাহার যতো
আছে কিছু প্রিয়
সবাইকে সে হেলা করে
ভাবে আমি একাই শ্রেয় !
এভাবেই ধরণী চলছে সদা
অবোধ অন্যায় সয়ে যায়
তাইতো ভূবন নরক সম
কেউ স্বর্গ খুঁজে না পাই ।