ভূ-গর্ভস্থ করিয়া বিদীর্ণ কঠিন হাতের সাধনে
বৃক্ষ চাষে মনোনিবেশ হইলাম অতি যত্বনে,
সারাদিন-রাত্রি অবধি হাড়ভাঙ্গা পরিশ্রম
প্রকৃতি এক গড়ব নতুন এটাই হইল পণ ।
বড় সাধনে বৃক্ষরাজি উঠিল করিয়া মাটি বিদীর্ণ
পূর্ণ হইল হিয়া মোর যাহা ছিল অপূর্ণ ।
পরম ভালোবাসা ও যত্বে তিলে তিলে গড়া মোর এই স্বর্গ
জানি নিতো কভূ হঠাৎ করিয়া হইবে চূর্ণ-বিচূর্ণ ।
নিজের হাতে গড়া মোর এই ছোট্ট স্বর্গ
নরক হইয়া লুটায়ে পড়িল করিয়া মোরে নিস্তব্ধ ।
কতই না স্মৃতি তাহার সনে প্রকৃতি কি বুঝিবে ভাই ?
নিত্য জনম ব্যাথায় আমার ভবের এই দুনিয়ায় ।
এমনি করিয়া প্রেমিক যুগল সাজায় অমরাবর্তী
ছোট ছোট ভূলে একজনেতে নিভায় আলোক ভাতি ।
বৃক্ষরাজির মতো লালনে গড়া সকল স্বপ্ন-আশা
নশ্বর করে হৃদয় মাঝের ছিল যত ভালোবাসা ।
শোন তবে নিখিল প্রেমিক আমার এ অনুনয়----
“ছোট ছোট ভ্রমের তরে গড়া হৃদয় অমরাবর্তী
কভূ যেন কারো লাগি নরকে সৃষ্টি না হয় ।”