পিতা-মাতার দায়িত্ব বড়ই
মেয়ের দিতে শুভপ্রণয়,
টাকাওয়ালা একটা জামাই পেলেই
ভাবে কন্যা বুঝি তার সুখি হয় !
নারীর অতি দয়ালু হৃদয়
করে সৃয় সত্বার বিসর্জন,
কবুল বলে নির্দ্বিধায়
করে বৈবাহিক জীবনে পদার্পণ ।
স্বামী-স্ত্রীতে দৈবক্রমে কভু
যদি সন্ধি না মিলে,
কন্যা তা যে কয় না পিতৃলায়ে
সংসার ভাঙ্গিবার ভয়ে ।
শত ব্যাথা সয়ে যায় পল্লীবালা
স্বামী ও শ্বশুরালয়ে,
নারীর মন বুঝি এমনি হয়
বুঝে কি পিতৃালয়ে ?
কখনো আবার বসন্তেরি সুধা
স্বামী ব্যর্থ করিতে পান,
কন্যা তবুও চুপ রয় দেখি
রাখিতে সবার মান !
ইতিহাসে যত শুনিয়াছি গল্প
সহস্র বিরঙ্গনার,
নারীর মন যে সবার ঊর্ধে
চেয়ে দেখ জগৎ সংসার ।