আজো সেই সুর বাজে,সদা মোর কানে
লাল শাড়ি পড়ে যেদিন সেজেছিলে কনে,
তুমি ছিলে প্রতিক্ষায় নব এক জীবনের
কারো মাঝে বেজেছিল বাঁশি বুঝি মরনের ।
চারিদিকে কত আলো তবু দেখি আঁধার
হৃদয় মাঝে বাজে শুধু বিরহেরি ঝঙ্কার ।
কতজনে মহাখুশি, মনে শত কল্পনা
কারো মন করে শুধু অতীতের মন্থনা ।
বধূবেশে দেখিতে যে মন চাহি চালো
শেষ বার দেখা বুঝি অবসম্ভ্যাবী হলো
কত কথা পড়ে মনে ভগ্ন হৃদয়ে
তা তুমি ভাবো নিকো একবারো ভূলে ।
বধূবেশে মুখ খানা দেখে মনে হলো
পৃথিবীর সব চাওয়া যেন অতলে গেল ।
শত শত আয়োজন , শত শত ভিড়
তবু যেন ভেঙ্গে গেল মোর সাজানো নীড় ।
সব কিছু দেখে মোর বুক অশ্রুুতে ভাসে
নয়নের খেলা শুধু বিধাতা জানে ।
বিদায় বেলায় হলো মোদের মুখোমুখি
সুখটাকে সর্পে তোমায়, হলো দুঃখ আমার সাথী ।
তুমি নেই স্মৃতি তবু হৃদয় মাঝে ভাসে
ভালোবাসা সেই বোঝে যেই ভালোবাসে ।