অবোধ তুমি আর কত কাল
রবে ভাগ্য পাণে চাহি ?
ধরণীতে এতো কালেও
আছো কেন অন্ধ হয়ে পড়ি !
বিবেক তোমার নেই কি তবে
করছো হেলায় সময় পার ?
করবে কবে দায়িত্ব পালন
বুঝবে সংসার !
ক্রমান্বয়ে শেষ দিনের পথে
দিচ্ছ তুমি পাড়ি ,
করেছো কি এমন কিছু
যেন মরলে তোমার রয় স্মৃতি ?
বাবা-মা, আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধব
কি করেছো কাহার লাগি
ভেবে দেখ সব !
সমাজেতে সহস্র ঋণ সুধিতে
যে হবে ,
মর্ত পাগল সৃষ্টি কভু
ভেবেছো কি ভূলে ?
অসার হয়ে আর কত দিন
করবে জীবন ভার ?
চেতন তুমি হবে কবে
করবে জাগ্রত সংসার ।
অবিচারের কান্ডে কত ভরেছে সমাজ
দেখেও তুমি চুপটি থাকো
নেই কি তোমার লাজ ?
হত্যা জানি মহাপাপ
তবে নয়তো অবোধ সত্ত্বাটাকে ,
বীরের দেশে জন্ম তোমার
বাঁচবে মাথা উচু করে ।
রচনাকাল : ২৪-৩-১৮; রাত্রি : ৩.০০ টা