কৈশোরে বুঝিনি প্রেম ভালোবাসা
শুনেছি বড়রা বলতো,আছে তাতে জ্বালা ।
সমাজে আবার নাকি তারা বেশরম
যারা প্রেম করে বেড়ায়,
দেয় না বোঝেই অন্য কাউকে মন ।
শুনলেই সমাজের আছে যত লোক
কটু কথা বলে তাদের বড় করে চোখ ।
তবুও তো প্রেম নাহি হয়ে গেছে বন্ধ
হয়ে যাক সমাজেতে আছে যত দ্বন্দ ।
পরিবার প্রেম যদি না মানে কভু
প্রেমিক যুগল নির্দিদ্ধায় প্রাণ দেয় তবু ।
কেউ আবার পালানোর করে ঘটা ব্যবস্থা
পালিয়ে ঘর বেঁধে,পরে বোঝে বাস্তবতা ।
তবুও কেউ আজো কভু পিছু নাহি হাটে
প্রেমের গতি চলছে সদা,এখনো সংসারে ।
পরকীয়া প্রেমও আছে যা নতুন সমাজ রীতি
স্বামী ও সন্তান থাকলেও,প্রেম করে নিরবধি ।
প্রেমকে যে ভাবে আবার কেউ কোন খেলনা
খেলে যায় তাই সবাই,নেই মনে ভাবনা ।
প্রেমের গতি এভাবেই চলছে যে সমাজে
প্রেম নামের শব্দটা,এখন উঠে গেছে বাজারে ।
মনে মনে প্রেম এখন নেই কারে মাঝারে
দেহ পেতে চায় সবাই,এই জগৎ সংসারে ।
প্রেম আর নেই প্রেম ছিল যেমন অতীতে
প্রেম এখন আছে শুধু মানুষের মুখেতে
প্রেম যেন মুছে গেছে মানুষের অন্তরে ।
রচনাকালঃ ০৫-১০-১৭,,, বিকালঃ ৩.২০