ঢ়েড় হয়েছে জীবনটাকে
সহজ করে দেখা,
পাতার মত সবুজ করে
মনকে ভিন্ন রংঙে আকাঁ ।
সবুজ ঘাসের হাতছানিতে
যুক্ত করে মন,
চলছি যব ধরণীতে
হয়ে বিভোর সারাক্ষণ ।
রংঙের দেশে সব যে মিছে
সবাই যেন পর,
সব দেখেছি, সব বুঝেছি
সবাই স্বার্থপর ।
ক্ষুণ্ন করে সবাই যবে
সবার কমল মন,
সব পেয়েছির দেশে যেন
সবাই একলা সারাক্ষণ ।
চাকার মত ঘুরছে সবাই
ছুটছে কিসের পিছু,
ঊর্ধ্বে সবাই চায় যে যেতে
সবাই স্বার্থান্বেষু ।
শূণ্য হতে এসেও মানুষ
শূন্য বুঝে না,
স্বার্থপরতা সবাই বোঝে
সৃষ্টি বোঝে না ।
সৃষ্টতার দৃশ্য কেন চোখে
অদৃশ্য দেখায় বারে বার,
পৃথিবীটা যেন স্বার্থপরের
এক নতুন কারাগার ।