মোঃ রুবেল ইসলাম { RFL }
নতুন একটি দিনের জন্য মানুষ আাশায় বাধেঁ প্রাণ
ভাঙা-গড়া ভুলে সব, সবাই গাইবে নতুন গান ।
মিথ্যে নাহি , ধরনীতে মানুষ মহিয়ান
তবুও সবাই স্বার্থের লাগি,সদাই হচ্ছে বেগবান ।
কিবা জাত আর কিবা ধর্ম , নয় যে তা আসল
সত্যতে ভিত্তি করে জীবন গড়ায়, হচ্ছে যে বিফল ।
আমি কে? কে বা আমার এতেই সময় কাটে
মানবতার বালাই যেন দুর্বোধই বটে ।
শঙ্কা সদায় থাকে বেজায় , মানুষ মিছে ভাবে জীবন
কারোর সাথেই কারোর দেখি হয় না যে মিলন ।
সবাই আবার ভাবে সদায় নিজে সে যে একা
পৃথিবীটা সবার কাছেই , লাগে বড় ফাকাঁ ।
ব্যস্ত শহর , ব্যস্ত মানুষ কে যে কোথায় যায়
নিজের তালে সবাই আছে, কেউনা পিছে চায় ।
অনাহারী-পথচারী মানুষ ,কত চোখে পড়ে
খোলা আকাশ বুঝি দেখে বৃষ্টি হয়ে ঝরে ।
ধনী-গরীব দিনে দিনে আরো হচ্ছে ব্যবধান
সমাজটা যে হচ্ছে বিলীন ,কে রাখে কার মান ?
ছোট-বড় সম্পর্ক আরো হচ্ছে যে জটিল
বেঁচে থাকা ক্রমান্বয়ে, তাই হচ্ছে যে মুসকিল।
সবাই ভাবে একাই আমি,কিবা করতে পারি আর,
এতো মানুষ থাকতে আমার, ভাবার কি দরকার ?
এহেন কথায় সবাই বলে, কেই এগিয়ে আসে না
তাই দিনে দিনে সৃষ্টি হচ্ছে,মোদের শত যন্ত্রনা ।
সবাই আসো একই সাথে গাই নতুন দিনের গান
মানবতাই সবার আগে, আর মানুষ মহিয়ান ।