গাইব বল কেন আমি
স্বপ্ন ভাঙ্গার গান ?
করব কেন মনকে আমি
তোমার লাগি ম্লান ?
হবো কেন নিঃস্ব আমি
তোমার অপেক্ষায় ?
করবো কেন রুদ্ধ মোরে
যে না আমায় চায় ।
দুঃখ আমি বইব কেন
বিষম পৃথিবীতে ?
সুখটা কেন লুটাব বল
তোমার চরণ তলে?
খাঁচায় কেন বন্দী হবো
করব মনকে ভার ?
তুমিতো বেশ সুখেই আছ
সাজিয়ে নতুন সংসার ।
আমি কেন কষ্ট পাব
থাকব নিয়ে সকল স্মৃতি ?
আজ দুঃখটাতে দিবো বিদায়
দিবো তোমায় ইতি ।
নতুন পথে চলব আবার
গাইব সুখের কোন গান,
স্বপ্ন ভাঙ্গার কষ্ট গুলো
পাবে না মনে ঠান !
গাইব না আর নতুন কোন
স্বপ্ন ভাঙ্গার গান ।