মম পূর্ণ মন আজ হয়েছে শূন্য
কিসের ব্যাথায় হয়েছি বিমগ্ন ।
তার নাম আজ আমি
মুখে নাহি লব,
বুকের পাথর আবার আমি
বুকেই চাপিয়া রব ।
পূর্ণ সুখ গুলো হয়ে পূর্ণ বেদনা
কাদিঁছে বারে বার দিচ্ছে যাত্বনা ।
পূর্ণ স্মৃতিগুলো করে সম্পূর্ণ বিলীন
কাটিতেছ দিবা-নিশি হয়ে স্মৃতিহীন ।
শূন্যতায় আমি আজ করি বসবাস
নিজেই করেছি তব নিজের সর্বনাশ ।
পূর্ণ দুঃখ গুলো আমি করছি আমার
শূন্য করে মম হৃদয় সম্ভার ।
তুমি আছ পূর্ণ সুখে এই মোর সুখ
শূূ্ণ্যতায় ভরে যাক আজ মোর বুক ।