বৃষ্টি থেমে যায়
রোদ্দুর এলে,
ব্যস্ততা বেড়ে যায়
শান্ত দিগন্তে ।
তারারা হারিয়ে যায়
চাঁদের আগমনে,
অন্ধকারকে পাড়ি দিয়ে
শূণ্য আকাশে ।
সূর্য করে বিলীন
রাতের আধার,
বাগানে ফোটে ফুল
নতুন আবার ।
মানুষ দেখে স্বপ্ন
হাজারো আশায়,
ভেঙ্গে যায় সব
শুধু হতাশায় ।
সন্ধার কালো মেঘ
আবার জড়ায়,
নিরাশায় তবু যেন
পিছু ফিরে যায় ।
রংধনু সাজে কত
নিয়ে ভাবনা,
মনেতে জাগে আশা
শুধু অজানা ।
পাখিরা ফেরে ঘরে
ক্লান্ত হয়ে,
স্বপ্নের জাল বুনে
নীলিমার নীলে ।
স্বপ্নেরা রয়ে যায়
নয়নের কোলে,
সব কিছু মিছে যেন
তুমি না এলে ।