তুমি বোঝোনি আমার হৃদয় ব্যাথা
খেলেছো অবুঝ অবুঝ খেলা
গরল হয়ে আসো স্মৃতির মাঝে
মনকে পোড়াও বেলা-অবেলা ।
অতীতের সব পণকে তুমি আর করোনা মনে
হৃদয়ে বাজাও বিষের বাঁশি
আমি সয়ে যাই নির্জনে ।
প্রণয়েরি সব স্মৃতি আমার নিন্তাতই একার
ভিতর বাহির মাঝে বেঁজে ওঠে সদা
বিরহের ঝ্বংকার ।
হাজার ভীড়ে যদিও থাকি তবু
হৃদয় আমার একা
প্রতিক্ষণে ভাবি কবে অতীতটাকে
আবার হবে এই জীবনে ফিরে পাওয়া ।
ভুলের মাঝে ভ্রম নিয়ে সদা তোমার বসবাস
তাই একা হয়ে আছি তোমার আশায়
করি ভালোবাসার সদা চাষ ।
রচনাকালঃ০৯/৮/১৭,,রাত্রিঃ ১.০০ টা