ধূসর পৃথিবীর কাছে চাহি নিকো বড় কিছু
তৃপ্তি খুজেঁছি মনের মাঝে,পাই নাই কভূ ।
সত্বাটাকেও করেছি হীন শতটা বার,
বুঝিনি মনের দাম নেই ধরণীতে আর ।
কতনা ছুটেছি অজানায় ভাবনাহীন মনে,
নিশীথ রাতেও ভেবেছি কত তোমায় সন্তপনে ।
পাখিরা জাগার আগেও হতো মোর ভাবনা শুরু,
জীবনটা যে একলা হবে, তা ভাবিনি কভূ ।
শত পথও আজ দিচ্ছে হানা প্রতি মুহূর্তে,
স্মৃতিগুলো সব রুদ্ধ হয়ে কান্না ঝরাচ্ছে ।
তুমিতো বেশ করছো আমায় শুধুই অপমান,
দিনে দিনে গড়ছো মনে আকাশ-পাতাল ব্যবধান ।
তোমার হাতে হয়তো আজ নতুন কারোর ফুল,
তোমার আমার স্মৃতি তাই,ভাবছো ছিলো ভূল ।
আজ তোমার কাছে নেই যে কোন, আমার মনের দাম
তাই শূণ্যতাকে আমি আবার সঙ্গী করে পেলাম ।