ভেঙ্গে দাও অনাচার
জাতি হোক মুক্ত,
আছে যত কুলাঙ্গার
খুঁজে নাও গর্ত ।
ভয় নেই হতে আজ
যদি হই বিদ্রোহী,
অভিশাপ মুক্ত হোক
কলুষিত এই জাতি ।
বৃথা নাহি যেতে দেবো
বাঙ্গালীর রক্ত,
করি নাতো ভয় আজ
শোষকের রাজত্ব ।
লেনিহান অগ্নি পুড়ে
কর ছারখার,
চাই চাই মুক্তি
সমতার সংসার ।
কত আর হবে বল
রঞ্জিত রাজপথ ?
ফিরে নাহি যাব ঘরে
এসো করি শপথ ।
গুলি নয়, বোমা নয়
নয় কোন অস্ত্র,
গড়ব এই ধরণী
নিয়ে বুকে শাস্ত্র ।
ভেঙ্গে দাও অনাচার
মিলে সব গোত্র,
ফিরে চাই বাঙ্গালীর
ঝরে যাওয়া রক্ত ।