যাইতে হইবে কত না পথ আর
কত না দূর দেশে,
একাকী গহীনে শূন্য পথিক
একথাই শুধু ভাবে ।
হঠাৎ করিয়া হইল বেহুঁশ
পথিক দিক দিশা ভূলিয়া,
আটকাইয়াছে কিছু দুষ্ট পথিক
নিবে যে সব কারিয়া ।
সবই নিলো দুষ্টেরা তার
ফেলিয়া পথিকেরে,
চেতন হয়ে পথিক দেখিল
দুখানা স্বর্প নিতে চায় দ্বিচক্রযান লয়ে ।
গাছের মধ্যে উঠাইয়াছে তারা
অবুঝ সেই যান,
পথের পথিক ভাবিয়া মরে
কিভাবে বাচাঁইবে অবুঝ সেই প্রাণ ।
জীবন পথে যেমন আছে
স্বর্প ও দুষ্টের ধাওয়া,
মহাকালের সেই গতি মোদের
দেয় যে সেভাবে তাড়া ।
হঠাৎ করিয়া পথিক হইল
জীবন নিরুদ্দেশ,
ঘুম তার সব ভেঙ্গে গেল
দেখিল শুয়ে আছে সে বেশ !
পবিত্র হইয়া পথিক পড়িল
করিল খোদার প্রার্থনা,
ভেস্ত নসিব করিও প্রভু
করিও মোদের মার্জনা ।