গাড়ি যাচ্ছে,,,
সেই গাড়িতে বসে চাকার নিচে পথটার কথা ভাবছি,,,
কতকাল ধরে শুয়ে আছে,,,উপর দিয়ে কত গাড়ি চলে গেল,,
কত পাখি ডানা মেলে ফত ফত করে উড়ে গেল বাতাসে,,
পাশে দাঁড়ানো গাছটার নিচে জন্ম নিলো কত গাছ,,কত বার পাতা তার ঝরেছে,,
আবার নতুন কুড়ি নাম।নিয়ে এসেছে,,
কিন্তু কই,,,গন্তব্যে আর যাওয়া হল কই?


বর্ষার বৃষ্টিতে ভিজে ভিজে সেই যে মেয়েটি গিয়েছিল ছাতা মাথায় বুকের উপর দিয়ে,,,!
সে আর ফিরলো না,,,
কভু নিজের পা খানি পুনরায় বুকে রেখে জানাতেই চাইলো না,,গন্তব্য কেমন?
কেমন হয় শেষ ঠিকানা?


না না,, কেউ বলে নি,,যারা গিয়েছে,, তারা হয়ত ফিরেছে,,
শ্যামাচাঁদ লাঠি তে ভর দিয়ে গিয়েছিল,,লাঠি ছাড়াই সে ফিরেছে অন্য জগতে,,
করিম শেখ কাঁদতে কাঁদতে গেল হাসতে হাসতে ফিরলো, অন্য গ্রহে  
অনেকেই ফিরলো না,,,ফিরলোই না
কোথায় গেল ওরা,,,?
একবারো ভাবলো না,,পথেরও জানার দরকার,,
পথেরও খুব বুঝা দরকার গন্তব্য টা কোথায়,,?
কারন পথের পরে পথ যে লেগেই আছে জীবনে,,,।
এক পথ পার হলেই অন্য পথের আহবান,,।
আহবানে আহবানে পথে পথে
নানান রঙে নানান ঢঙে হয় মিলন,,,
পথের অন্তহীন মিলন!
সেই মিলনে মিলনে আসলেই কি
পথ পৌছে কোন গন্তব্যে?
নাকি গন্তব্য মানেই হল শুন্য
মানে অন্তহীন সূচনা!