দরজা বন্ধ রেখেই যে নতুন বাতাস
দেখতে পেলাম গোলক দরজা সম্মুখে,,
তার গায়েও রক্তের পুরনো চিহ্ন,,
তার গায়েও  অশ্রুর চিরন্তন প্রথা বেশ।
বেদনার নীলাভ জল রাশি ছোঁয়ে আসা
এই মেহমান বাতাস,,
তবু যে নিয়ে এসেছে নতুন বার্তা,,হাসি মুখে।


এমনি ভাবে সে নাকি এসেছিল মোগলের
মুকুট বিলাস ভরে
এমনি ভাবে সে নাকি আসবে
আগন্তুক পাখির পা ধরে।


কিন্তু সে আসলেই কি পোকা দুঃখ হয়ে যাবে শেষ?
হাতুড়ি আজন্ম কষ্ট হয়ে যাবে নিঃশেষ?
চর পড়া উদরের নিদানকালের হয়ে যাবে সমাপ্তি?
যদিও তাকে বসিয়ে দিব বা দিয়েছি  সুখ আসনে
আদর করে ছোয়ে নিয়েছি বা নিব শান্তির জলে
তবু জানলা ভেঙ্গে পশু চলে আসবেই যে ঘরে,,
ঘূর্নিঝড়ের মত অচেনা মৃত্যু দাঁড়াবেই শিয়রে
মানুষের মাঝেই ধরা পড়বে চেনাজানা অসুর
নীতি, বিবেক, আদর্শের ঘর দখল করবেই
ওই লোভী রাবণ কিবা ওয়াজকারী হিটলার
রাজনীতির মৌলবাদ আর ধর্মের  মিথ্যায়
বাড়বেই কেবল অভিশাপ আর অভিশাপ,,  
তোষণ বাদের মৃত্যু জালে আটকা পড়ে
মারা যাবে জেলেদের বংশপরম্পরা,,
ওই তোষণের ত্রাসে,ত্রাসে।
সংখ্যালঘুর কান্নায় স্বাক্ষী রবে কেবল দিনপঞ্জিকা,
নারীর দেহের দাম,,নির্ধারণ করবেই পুরুষ মন্য প্রাণ,,


যে প্রাণের বেগে ঘরের কবুতরের ডিম হতেও
জন্ম নিবে মাতৃখেকো মাকড়সা,,
জলের মধ্যেও বেড়ে যাবে জোকের আবাস,,
চারিদিকের সবুজ পাতার হিল্লা বিয়ে হবে
খেজুর পাতার সনে,,।
মুক্ত পাখি বুদ্ধি বন্ধকে বন্ধকে
স্বইচ্ছায় পড়ে নিবে শিকল,,, মস্তিস্ক পায়ে।


আর এভাবেই আগ্রাসনের করোনা সম পুরাতন আদর
লিখেই যাবে, লিখেই যাবে প্রকাশ্য গোপন লেখা।
দাসত্বের নব নব শিক্ষায় শিক্ষিত হবে জনপদ
উড়ায়ে বিশ্বাসের জনপ্রিয় মৃত্যু পাখা।।


নতুন বাতাস পেয়ে যাবে আবার
পুরাতনের দেখা,,,,।
নতুন বাতাস পেয়ে যাবে আবার
পুরাতনের দেখা,,,।।পুরাতনের দেখা।।