আমি মানবতার জন্যে গাইব গান,,লিখব কবিতা,,।
আমি মানবতার জন্যে প্রতিবাদ করব,,,
রাজ সিংহাসনে লাগাব আগুন,,,
চুল বেধে লাটি হাতে নেমে পড়ব রাস্তায়,,
আঁচল প্যাচিয়ে শরীরে,, গর্জন দিব টিভি,পত্রিকা অনলাইন ভরে,,,
আমি নীতির বুলিতে হয়ে যাব পরম সাধু,,,
জ্ঞানের সাধনায় হব বাল্মিকী।
আমি ঝাণ্ডা তুলে গলা ফাটাব চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে,
আমি বাসের পেছনে বিলবোর্ড হয়ে ঝুলব
নানান বাণী লয়ে,,
আমি হাতে হাতে তালি হব,মুখে মুখে গালি ,
লাল চোখে করব চরম বিদ্রোহ,,
চুনের পানি পান করব পাতাল হতে,,,
সাপের ঠোটে দিব চুমু।
আমি শুদ্র হয়ে ব্রাহ্মণের গালে মারব লাথি,,
আগুন জ্বালিয়ে দিব দিক হতে দিকে,,,
আমি পাথর দিয়ে পাথর ভাঙ্গব,,
দূর্বার শিকড়কে বানাব বটের শিকড়।
আমি পানিতে ডুবে করব ব্রহ্ম যজ্ঞ,,
একশত ষাড় এনে চালাব তান্ডব শহর জুড়ে
শুধু আমায় একবার বল,,,
আমি এসব করব কার তরে?
সেকি বিধর্মী কাফের মোনাফেক,,,?


ওরে কে কোথায় আছিস,,,
কোন কলম-মণি আছিস রাজ্য জুড়ে
কোন শিল্পী গাচ্ছিস গান কোকিল হয়ে
কোন জ্ঞানমন্ত্রী আছ বৃদ্ধ হয়ে,,
কোন প্রাজ্ঞ আছো দুধ-কলা খেয়ে
কোন নব্য বাল্মিকী ভোটের মত ভাবছ
সমর্থকের হাত তালি লয়ে!
শুয়ে পড় ,ঘুমিয়ে পড়,,আপনার গৃহে ঝিমিয়ে পড়,,
এখন যে পিপীলিকাদের প্রচন্ড শীতকাল।
মানবতার ক্ষুধার প্রচন্ড আকাল।
এখন কাঁদুক ইয়েজাদি নারী যোনীর নিচে চাপা পড়ে
চাপাতিতে কুচি কুচি হোক বোকা ঢাকা,,কিবা বিশ্ব।
সীমানা পেরিয়ে ঘরে এসে খেয়ে যাক রক্ত অসুরে,,
ধর্ষিত হোক যে কোন কিশোরী কিবা উলুধ্বনির নারী আনন্দিত কারনে,,
আত্মঘাতি বোমার নিচে চলে যাক প্রতিইঞ্চি মাটি,,
তবু থাকুক কলকাতা বোবা দর্শক কষ্টিপাথর হয়ে,,,
বিদায় নিক,নিক বিদায় তসলিমারা দুনিয়া ছেড়ে,,,
বিদ্রোহের যে ভাদ্র মাস এখনো আসেনি হাতে,,,
এখনো যে আসেনি দিতে ঈশতেহার,,,পত্রিকা,টিভি জুড়ে।
আসেনি সময় শুক্রবারের দখলে সবকিছু নিতে
কলম নিয়ে,ঝান্ডা নিয়ে,ডান্ডানিয়ে
আসেনি সময় স্বচ্ছ করে দেখাতে
মানবতা কারে বলে?