মন্দ শুধু মন্দ নয়রে
ভালোও তাতে রয়
আবর্জনার মাঝেও কত
সুন্দর কিছু বয়।
গোবর দিয়ে লাকড়ি করে
উনুন জ্বলে হায়।
সেই উনুনে রেধে বেড়ে
জ্ঞানি গুনি খায়।
নালার জল শোধন করে
সার পাওয়া যায় ভালো।
ঢেউ উঠিলেই জলের বুকে
মাছের বাড়ন হলো।
বিপদ আসলেই জানা যায়
আপন কে হয়,,।
অসুখ হলেই বুঝা যায়
সুখ মধুময়।
দুঃখ কষ্ট শেখায় মোদের
জীবন কাটাময়।
অন্ধকারই রটায় ভবে
আলোর সর্ব জয়।।