নিভু নিভু প্রদীপ,,যদি সূর্যকে ভয় পায়,,।
কিবা পঙ্কিলে ঢাকা পুকুর ভয় পায় সমুদ্রকে,,
ভয় পায় স্রোতস্বিনী নদীকে,,
তাহলে এ আর পাপ কিসের,,?


সরিষা ফুলে ভয় পাবেই তো প্রেতাত্মা
জলাতঙ্ক রোগী ভয় পাবেইতো জলে,,
লাল নিশান দেখলে তেড়ে আসবেই গরু,,
উড়ন্ত পাখি ডানা দেখে হিংস্বায় জ্বলবে
মাটির পোকা,,
জীবন দেখে রেগে ফাটবেই মরন
আলো দেখলে ক্রোধে নাঁচবেই অন্ধকার


তাতে অপরাধ ভেব না গুনী,,
না থাকার বেদনা যে কতটা ভারী
তা বুঝে একমাত্র রিক্ত ভিখারী।
পাপে ভরা মনে পাপীই জানে
পূন্য হীনতার কি জ্বালা!
হিংস্র নাগিনী ই জানে বিষ ভরা দন্তে
জীবন কতটা বিষময় উতালা!!


কতটা দরজা বন্ধ হয় দেখে তারে চারদিকে,,।
কত শিশুও কেঁদে উঠে তাকে দেখে,,।
কতটা ফুলের বাগান হয়ে যায় আতঙ্কিত
কত খালী পায়ে হাটা পথিক
লোহার জুতা পড়েও সহসা
হয় ভয়ে তটস্থ।।