কিরে,,,এক টাকার অনাহারীর ভাত
কাদের মুখে তুলে দিলি?
অসহায় সিরিয়া,,অনাথ ইয়েজাদী,,,
ভাসমান রোহিঙ্গা স্বরূপ মানুষের মুখে?
কি আনন্দ!  কি আনন্দ তোর!!
তাই না?
আচ্ছা,,খাবারের সাথে সাথে,,
সামান্য মানব প্রেমের বিদ্যের বই
ঢুকিয়ে দিলি,,,,খাবারের তলে,,?
তাই,, তাই নাম নিয়েছিলি বিদ্যানন্দ!!
বাহ কি দারুন,, কি দারুন!!
কী সুন্দর কী সুন্দর!!
কী সুন্দর করে,, লিখে দিলি,, উদারতা,,,মানবতা
তোর গায়ের চর্মের উপর,,হৃদয়ের স্রোতে।
বাহ কী সুন্দর উপহার দিলি আত্মধর্ম প্রেম
তোর পায়ের নিচের মাটির বুকে,,
কি সুন্দর করে এঁকে দিলি একগুচ্ছ শান্তি
তোর ছোঁয়া বাতাসের মাঝে!


কিন্তু বিদ্যানন্দ,,,ভুল করলি বিদ্যানন্দ
ভুল করলি,,ভুল।।
তুই যে জঙ্গলে করে ফেললি,,,
হীরা রত্ন জহরের মালালা চাষবাস,,।।
চারদিকে টুপি পড়া উই পোকারা যেখানে বেশ স্বাস্থবান পালোয়ান,
কপালে কালো কালো চিহ্ন আঁকা জল্লাদের দল
যেখানে বেশ সমাদরে রাজমাতার!!
সেখানে যারা যত নগ্ন,যত পাতালমুখী,যত হিংস্র পশু
তাদের কদর আকাশচুম্বীরে আকাশচুম্বী।।


বিদ্যানন্দ তুই জানস না,,, এখানে মূর্খদের
দেওয়া হয় জ্ঞানীর তকমা,,,
তুই জানস না এখানে শনিদেবের পেছনে যত জনতা
তার এক আনাও থাকে না সরস্বতীর পেছনে,,
তুই জানসই না,,এখানে গোলাপের গাছেও
ফোটানু হয় খেজুরের বর্বর কাটা,,
এখানে কাদা মাটিকে জোর করে
বানানো হয় মরুভূমির অশ্লীল বালু।
জানস না বিদ্যানন্দ নামটাই এখানে
শিখগুরুর উপর অত্যাচারের মত,,অত্যাচার করে
পাঠানো হয়,,,বৃষ্টিহীন উতপ্ত তাপের নরক দেশে।
তুই জানস না হ্যা মহামানব
এখানে নদীর জল পান করে,,প্রসাব করা হয়
নদীর বুকে, কেবল কল্পনার পানির জন্য।
এখানে মানুষ যতটা মানুষ
তার চেয়ে বেশি মস্তিষ্কহীন,,,
বন্ধকী এক  পুস্তকে,,।
ওরা মুক্ত নয় মহামানব,,ওরা মুক্ত নয়
ওরা স্বেচ্ছায় দাস দাসী বর্বরতার
ওরা স্বেচ্চায় পুজারী মধ্যযুগের অন্ধকার প্রথার।
তাই আজ তোর এক টাকার প্রাণ
ওদের কাছে আরব্য হারাম,, বিষ,,জঘন্য
ওদের কাছে তুই
পশুর চেয়েও পশু,,
কাফেরের চেয়েও কাফের,,,
ওদের কাছে তুই মালোয়ানের চেয়েও মালোয়ান,,
কারন তুই তোর দানবাক্সে লিখে রাখস নি
ওদের মতই তুইও শিকড় সহ সাম্প্রদায়িক,,।
তুই তোর বুকের স্পর্শে যে মেঘ করে দিস দূর
যে পথের কাটায় এঁকে দিস ম্যান্ডেলা ফুল
যে পদচিহ্নে ছড়িয়ে দিস মাদার তেরেসা,,
সেথায় তুই বুঝিয়ে দিস নি,,
তুই হালাল শব্দের সাম্প্রদায়িক চকচকে নুর।
বিদ্যানন্দ,,তাই,, তাই বিদ্যানন্দ
তোর মত এক টাকাও এখন  
সহে না
কোটি টাকার মৌলবাদী সামাজিক বাহাদুর।।  
বিদ্যানন্দ,,,এক টাকাও সহে না রে,,,
কোটি টাকার সাম্প্রদায়িক সামাজিক বাহাদুর।।