আজ যদি একটি মিছিল দেখতাম
ঢাকা থেকে উড়ছে মানুষ
কুমিল্লার কোরবান পুরের পথে।
চিৎকার করে বলছে সবে
আমিও মানুষ হতে চাই,,
আমিও মানুষ হতে চাই,,মানুষের আন্দোলনে।


আজ যদি দেখতাম ফেইসবুক টা বলছে কথা বাংলায়,,
বলছে,,আরে ও,,,,অন্যায়
দাঁড়া দাঁড়া,, তুইতো শ্যালা অন্যায়,,
আরে ও অন্ধকার,, তুই অন্ধকার।
আজ যদি একটা হ্যাস ট্যাগ দেখতাম,,সবার বুকে।
আমি মানুষের রক্তে মানুষের জন্ম নিয়েছি
মনুষ্যতার অভ্যাসে।
আজ যদি আমি ক্রন্দন শুনতাম
ওই পাক ভুমে, আজ যদি ক্রন্দন শুনতাম
ওই কামাল পাশার ভূমে।
আজ যদি আমি বিন্দু মাত্র
চোখের জল দেখতাম ওই বালুর বুকে,,
তাহলে হাসতে হাসতে বলতাম
আমি আমার সমস্ত স্যাটেলাইট কে,,
তুমি স্থবির হয়ে যাও,,
তুমি আর করিও না সংযোগ কোন নেটওয়ার্কে,,,!
আমি স্বইচ্ছায় থাকতে চাচ্ছি অন্ধকারে,,
মানু্ষের আবেশে।


কিন্তু আমি একি দেখলাম
ক্ষুধার্ত ভিখারী,,গলা টিপে মারছে অন্নহীনে।
আমি একি দেখলাম,,পদহীন, হস্ত হীন,,যুবক
মস্তিক কেটে ফেলছে অন্যের
বাংলার লাল সবুজ পতাকার উপরে।
মানচিত্রে একে দিছে,, কেবল অর্ধ্ব চন্দ্র,,
রাজ মাতার মৌনতার বিলাসী ঘুমে।