আমার মূর্তি কি এদেশেই থাকবে?
ওই যে,,,,মন্দিরে যে লুকায়িত আছে
সে তো আর ভাস্কর্য নয়
সৌন্দর্যের প্রতীক নয়,,
তাকে আমরা পূজো করি গো,,
আমরা তাকে ভালবাসি
তোমরা তাকে মূর্তি বল,,
আমরাও বলি,,,আবার প্রতিমাও বলি।


আচ্ছা আমার মূর্তি যদি গনতন্ত্রের পথ ধরে
কোন দিন দাঁড়িয়ে যায় চৌরাস্তার মোড়ে,,
কিবা বসে পড়ে কোন পাড়া,,মহল্লার মাঝখানে
তোমরা কি তারে ভেঙ্গে ভাসিয়ে দিবে গঙ্গায়?
ভেঙ্গে ভেঙ্গে ঠুকরো করে দিবে
হিংস্র আর জানোয়ার হস্তে!
একবারো কী ভাববে না,,আমিও বাংলাদেশ।
আমি যে ভালবাসি মূর্তিকে,,
আমার ভালবাসা হয়ত তোমার ঘৃণা
কিন্তু তোমার ঘৃণা যে আমার ভালবাসা।
এই ভালবাসাকে কি গরু জবাইয়ের মত
জবাই করে দিবেই
রোজ আমার মন্দিরে?
ভাববে না একখন্ড বাংলাদেশ আমি
না হই সংখ্যালঘু,, তবু যে হৃদয়ে বঙ্গ পতাকা
জীবনের দরবারে!


নাকি ভাবব আমি
এত বিষ নিয়ে বেঁচে থাকো কেমনে সখা
মানুষের পরিচয়ে?
#################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৮/১২/২০