একি বলছ,,,
আমি হারিয়ে যাবো কেমন করে?
তোমার চুম্বকিত দুয়ার হতে,,,
জানি স্বর্গ ঘরে আমার স্থান নাইবা হবে,,,,
নাইবা হবে স্থান সর্পিল খাটের নিচে,,,
কিন্তু আমি যে মোহের প্রেম ভিখারী,,
প্রেমের জন্য আছি মাটি হয়ে
দেয়াল চৌকাঠের সম্মুখে,,,
প্রেমের জন্য আমি অনল বাসী
তোমার ঘাসফুল গৃহের রসুই হতে ঠাকুর ঘরে।
প্রেমের জন্য আমি রাত জেগে পড়ে থাকা
পারিজাত কলম সাদা কাগজের উপরে।
হ্যা হ্যা ঠিক তোমার প্রেমের জন্য,৷
আমি তোমার অযত্নের গোপন মধু বস্ত্র,,
গোপন কারনে।
প্রেমের জন্য আমি বিষবিলাসী
আমি সন্ন্যাসী, আমি গৃহদাসী
আমি যেন তেন সবকিছু
এই তব মনুষ্য বনে।


হারাইয়া যাইব আমি
তাহা ভাবিয়াছ কেমনে?