না না,,আমরা চাকুর পক্ষে নেই,,,
কিন্তু চাকুর বিপক্ষে?
নীরব হলেন,,বাইর থেকে আসা
ডানা ভাঙ্গা পাখী রূপের শকুন
নীরব হলেন উনি,তিনি,,উনারা!!


আকাশ হতে বোম পড়ল মাটিতে
না,কোন শব্দ নেই।
কবর হতে কাঁদতে শুরু করে দিল লাশ।
কিছু তো বল,,কিছু তো বল বলে
বন্যার জলে ভেসে যাওয়া পিপীলিকার দল
সাতার কাটা বন্ধ করে দিয়ে
বসে গেল কাতর নয়নে।
না কোথাও কোন উত্তর আসল না,!
পাকিস্তানের ভূমিতে সেদিনও ঈদ
তুর্কির রাজভবনে সেদিন সাপের ডিমে
তা দেওয়ার বিশাল আয়োজন।


এর মাঝেই শুনা গেল,,
চাকুর ধ্বংস চেয়ে,,চাকুর মুখে হাতুড়ি মেরেছে
চাকুতে খুন হওয়া সেই প্রাণ।
চাকুর পাজরে পা বসিয়ে
সেই বিগত প্রাণই করছে বিজয়ের উল্লাস
মানবতার উল্লাস।


ওমনি সমতার গান বেজে উঠল
তাদের ঘরে ঘরে,,।
খুনীর দজ্জাল উলঙ্গ নৃত্যে যে ছিল চুপ
আপন অন্দরে।
সমস্বরে,শকুন,শিয়াল,কুকুর
সবাই,, সবাই বলল মিছিলের বয়ানে।
বয়কট করলাম তোমায় হ্যা বিগত আত্মা
যে খুন হয়েছে আমাদের চাকুতে,,।
চাকুর বিজয় গাইতে হবে,,তোমাকে
এই আবদারের জগতে।
নইলে তুমি বয়কটে হবে ঘৃণ্য প্রাণ
আমাদের বর্বর আদালতে।


চাকুরে না করিতে পারি সমর্থন
না পারি চুমিতে।
চাকুর কর্মে মোদের গলাগলি
রইবেই পিরিতে।