টাকার পাহাড়ে সৎকার করে আপনার পরিচয়,,,
সেই ইদুরের নামও আজ চৌধুরী
বিড়ালের গর্ভ থেকে জন্ম নিলী যে শুয়র,,,
ব্যাংকের নাম পরিচয়ে হঠাৎ সে তালুকদার।
হঠাৎ করে কলা গাছের গায়ে লিখা হল
এর নাম আজ থেকে বট বৃক্ষ,,।
কচু পাতার উপর এঁকে দেওয়া হল বাশ পাতার বদন।
খুব শখ করে দুতারা রাখা হল গীটারের থলেতে
লুঙ্গির উপরেই পরা হল প্যান্ট,,
ছেড়া গেঞ্জির উপরে ধবধবে সাদা টাই,,,।
ওই যে, যে কাদা পথে এখনো চলে না ঠেলা গাড়ি
তার উপরে বড় সাইনবোর্ডে লিখা হল মহাসড়ক।
বেশ্যার শাড়িতে বড় বড় অক্ষরে ছাপানো হল
সতী সাবিত্রীরর নাম,,,
মদের বোতলের উপর অমৃত শব্দের বাহাদুরি।
যে নদীটির নাম এত দিন ছিল মহুয়া নদী,,
হঠাৎ করেই মুদ্রার ভাড়ায় নাম তার নদ,,
নাম তার অচিন দেশের চেনা জানা তলোয়ার,,
যে তলোয়ারে এখনো রয়ে গেছে
মানুষের অশ্রুর চিহ্ন,,,
রয়ে গেছে রক্তের দাগ প্রতি স্তরে।
রয়ে গেছে নীলদর্পনের ভাষা,,,
রয়ে গেছে চাবুকের নির্মম নিয়তি
রয়ে গেছে ক্রীতদাসের হাসির মূল্য
রয়ে গেছে খাজনার ভাড়াভাড়ি,,
রয়ে গেছে ক্ষুধিরাম এর গান
রয়ে গেছে স্বাধীনতার বন্দি জবান


তবু কেন পিপীলিকা
অর্থের গাড়িতে বসেই
নিচ্ছে মশার নাম,