উৎসর্গ প্রিয় ভারতবর্ষ


হয়ত তোমাদের কষ্ট হবে
ঘরের ভেতর ঘর বানাতে,
তোমরা হয়ত থেমে যাবে!!
হয়ত তোমরা আকাশ কল্পনায়
ঘরের দেয়ালকে ভাববে জেল।
বারান্দায় দাঁড়িয়ে এক চিমটি বাতাসে
মিটবে না আশা,,
দম বন্ধ হয়ে যাবে তোমাদের দমে দমে,,
তোমরা উন্মাদের মত করবে চিৎকার
তোমাদের খাঁচার পাখি হাসবে তোমাদের দেখে।
হয়ত  ঘরের ঝুলন্ত রশিটা মনে হবে ফাঁসি
আবদ্ধ রান্নাঘরের তরকারীতে বাড়বে শুধু
ঝাল আর ঝাল
লবনময় হয়ে যাবে ঠাকুরমার পান
বিষাক্ত লাগবে দাদুর মুখের ছড়া গান
আনন্দ রবে না রেডিও কিবা ঠাকুর ঘরে।
ভক্তিও কমে যাবে ভক্তিতে।
হয়ত শক্তির মাঝেই হয়ে যাবে নিশক্তি
হয়ত হাসির মাঝেই পেয়ে যাবে কান্না,,,
হয়ত ঘরটাই হয়ে যাবে হাসপাতাল
মনটাই হয়ে যাবে নার্স কিবা ডাক্তার,,
কানের ভেতর বেজেই যাবে এম্বুলেন্স
রাত দুপুরে লতাঝির কন্ঠ
হয়ে যাবে শ্মশান বেশ।


টিভির ভেতর টিভিতে দেখবে শুধু
হতাশা আর হতাশা।
হয়ত তোমরা ঘরের বাতিতে
পাবে না খোঁজে আর আলো,,
সকল দিনকে মনে হবে,,অন্ধকারের গর্ভ।
হয়ত তোমরা সময়ের মাঝে
হারিয়েই ফেলবে সময়
সমরেশ কিবা রবি ঠাকুরের উপন্যাসে
মিলবে শুধু দুঃখ আর দুঃখ।
হয়ত মায়ের হাতের বানান পিঠায়
ভরবে না আর মুখ,,
প্রিয়ার সকল মিষ্টি ছোয়াঁয়
কাঁদবেই রসের বুক,,


হয়ত তোমরা এভাবেই
ফেলবে হারিয়ে,,সুখের ভেতর সুখ,,
ভাইরাস কালে বন্দি দশা,,
মুক্তির যে পথ বন্ধু,,,,
জীবনের পথ
করতে উন্মুখ।


################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৯/০৩/২০