দুর্গা দুর্গতিনাশিনী আসছেন,,,
গতবারের মত আবারো আগামীর জন্য আসছেন,,,
আসছেন মেঘ সরায়ে,, এক আকাশ আলোর মত,,
দেয়াল ভেংগে হঠাৎ বনে যাওয়া এক পথের মত,,,
তাই মাটির পথের বুকের মাঝে
জেগে গেল এক দল পদ্ম ফুল।
ঘরের হাড়ির মাঝেই লেগে গেল,সাত রঙ্গের মেলা।
যে বধু কভু পরপুরুষ দেখে নি,,,
লজ্জায় ভয়ে গা যার কাঁপত থর থর করে,
সেই এবার সুঠাম দেহের যৌবনের কান্ডারী
সুদর্শন কার্তিক দেখতে চায়,,,
ঘুছাতে চায় সমস্ত কুমারত্ব,,
মুক্ত করতে চায় সকল বন্ধ্যাত্ব।


যে বোকা,,যে কোন দিন জীবনের হিসাব পারে নি মিলাতে জীবনের খাতায়
সেই এবার গণেশ দেখতে চায়।
জোয়াল ছেড়ে ঘরের গবাদী পশুও
দেখতে চায় শ্বেত শুভ্র সরস্বতী।
পুজিত করতে চায়,,গাধাও মস্তকের মস্তিস্ক প্রীতি।


যে ভিখারী,ভিক্ষের ধনটাও রাখতে পারে না হাতে
সেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই ত্রেতা যুগ হতে,৷
দুর্গা সমেত পুজিবে অলক্ষ্মীর হাতে লক্ষ্মীরে।
জাগিলো মন্ত্র তাই সর্ব দিকে দিকে,,,,,
এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরবে নমঃ  ,
এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ লক্ষ্মীদেবৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ সরস্বতৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ কার্ত্তিকায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃসর্বদেবদবীভ্যোনম


সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে |
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে।
##########
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৭/০৯/১৮