আমি আজ একটু কাঁদতে চাই,,
খেঁজুরের গাছের গলা বেয়ে জল পড়ার মত কান্না,,
কেউ কি কাঁদবে আমার সাথে,,,,?
না না জোর করব না,,,
চোখ দিয়ে যদি জল না আসে
তাহলে চোখ লালই থাকুক
থাকুক আগুন,,তবুও কাঁদতে বলব না
বরং নারী হয়ে পিঠ পেতে দিব,,
চুলের লম্বা গুচ্ছ টা হাতে ধরিয়ে দিব,,,
ইচ্ছা মত তুমি তখন প্রকাশ করিও তোমার শক্তি,,
ইচ্ছে মত পুড়িও জীবন,,,
ইচ্চা মত দুশাসন হয়ে চুলের মুষ্টি ধরে
প্রতিষ্টিত কর তোমার সুশাসন,,,
আমি চিৎকার করব না,, তবে কাঁদব,,খুব কাঁদব
কারণ কান্না স্মৃতির পাতায় রেকর্ড করা,,
আর প্রাণভরে দেখা যে এক বিনোদন,,,
মানুষের এক আরাধ্য সাধনা,,চরম বিনোদন।
কোরবানীর গরুর চোখের জল
আর পূজার মন্ডপে বলির পাঠার রক্ত,,,
জল নয়, রক্ত নয়,,,
সুখ আর সুখ,, পশুত্ব বরণের সুখ।


এ সুখ,,
ক্ষুধার জ্বালায় কান্না,অর্থের জ্বালায় কান্না
মনের জ্বালায় কান্নার চেয়ে,,
নির্যাতন করে করে কান্না দর্শন করাতেই ব্যাপক,,,
চোখের সামনে শিশু কাঁদে প্রহারের তোপে,,,
ভিগ মাগে সাগরের কাছে এক বিন্দু জল,,
প্রসাব ঢেলে দাও তার গলে রাজার অন্ডকোষ হতে,,,,
ঈশ্বরের কাছ হতে বিচার শিক্ষার বিদ্যা টুকু,,,
নামিয়ে দাও নারীর সেই দেহে,,
যে দেহের প্রতি তুমি প্রতি ক্ষণেই এক নির্ভেজাল পশু,,,
তোমাকে ভয় পেয়ে,,, হ্যা হ্যা তোমাকে ভয় পেয়েই
যে বোরখার খাঁচায় থাকতে চায় বন্দি,,,
অথচ তুমি লিখে দাও তার বিধান লিপি,,,।
সুন্দর করে শাস্তি দাও,, গাছে বেঁধে  উলংগ করে,,,
হাতে, মাথে, চোখে,ঠোটে মারো তাকে দিনরাত,,
গাছের ছায়ায় বসে বসেই কুড়াল হাতে কাটো গাছ!!


তার জন্যেই তো তুমি পুরুষ কিবা পুরুষমন্য নারী।
তার জন্যেই তো তোমার গায়ে এত ফেরেস্তার শক্তি,,
যে শিশু কান্না ছাড়া আর কিছুই করতে পারে না প্রতিবাদ,,,
যে অসহায় মানুষ হাত জোর করে ভিগ মাগে প্রাণ,
তুমি তাকেই প্রহার করার জন্যেই
খেয়েছ মাতৃদুগ্ধ,,শিশু  কাল থেকে
তুমি তার জন্যেই
আজ এত মহান,,এত সৎ,,এত বুদ্ধিমান,,,!!
তোমার প্রশংসা শিয়ালে করে,কুকুরে করে,
হায়েনায় করে,জানোয়ারে করে,,
তোমার গুনগান চারদিকে
সকল জগন্য নালায় নালায় প্রকাশিত হয়,,
যে প্রকাশে কখনো শিরোনাম হয়,,
লাল কালিতে,নীল রঙের ভিডিওতে,,,
কোটি কোটি করে বাড়ে দর্শক,বাড়ে পাঠক,,
বাড়ে কান্না,,কেবল কান্না,,,
না না এ যে কান্না নয়,,,
এ যে কান্নার বিনোদন,,,
ছটফটিয়ে মাছ মরার দৃশ্য দেখার বিনোদন,,,
নারীর সস্তা গায়ে দামী দুররার বিনোদন,,,,
এযে বিনোদন কেবল বিনোদন!


তাই আজ একটু কান্নাই করব,,,
দেখি উৎসুখমুখর আনন্দপ্রেমী ভীমরুল জনতা  
জমায়েত হয়ে,,,, কেমন  করে
মাছের মায়ের পুত্রশোক কিবা সুখ,,,
বিনোদিত হয়ে!!
---------------------------------
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১২/০১/১৮