সময়ের সর্ব ভাইরাস অন্ধকারে নিমজ্জিত
হয়ে আছি আমরা,,।
কোথায় যেন ম্যান্ডেলা আগুনের মাঝে নেই আগুন,,
কোথায় যেন থেরেসা পাখির নীড়েই নেই নীড়
কোথায় যেন রাজার মাঝে নেই রাজা!
কোথায় যেন গ্রন্থাগারে নেই গ্রন্থাগার।
কোথায় যেন ব্রহ্মান্ড মস্তিস্কের মাঝে নেই মস্তিস্ক
তাই তেলাপোকারাও হচ্ছে পাখি চারদিকে,,
নর্দমার ঘ্রাণ বেশ জনপ্রিয় প্রসাদনির দোকানে।
যাকে চোর বলে গালি দিতে বের হয়েছিল জনতা
তার গলেই বাড়ে ভক্তির মালা,,।
যার ঠিকানা হবার কথা চেয়ার পাশে পাদুকার নিচে
সেই বসে আছে সিংহাসন পরে।


কারন,,মৃত পুরীতে এখন মরণের প্রতিযোগিতা,,
বিশ্বাসের খোয়ারে সেই তত বড় বিশ্বাসী
মস্তক যার জন্মমাত্র বন্দকে।
সেই তত বড় সত্যবাজ,,মিথ্যা যার আত্ম অন্তরে।


জ্ঞানের মোড়কে তাই চলছে অজ্ঞান
আলোর খামে অন্ধকার প্রেরণ
মন ভাইরাস হয়ে,, নাম নেয় ঔষধি  
করতে,,,,,
দেহের ভাইরাস,,
দূরীকরণ।।