মিথ্যেকেই ভালবেসে জোর করে
সত্যের মুকুট পড়াচ্ছে অন্ধের দল।
চারদিকে চাষ করছে কেবল মিথ্যে আর মিথ্যে।
কিন্তু কেন?
কেন তারা মিথ্যেকে বানাচ্ছে বিশ্বাস
বিশ্বাস কে খাওয়াচ্ছে মিথ্যে!


লোভের বড়শীতে বেহেস্ত টোপে
ধরা পড়া মাছে,,
বাজারের দর চলে খুব ভালো।
অতৃপ্ত জীবনের তৃপ্ত বাসনায় তাই
কসাইও হয়েছে ধর্মবাজ,,
চোর ও কপট হয়েছে ধর্মবক্তা
অন্ধকার নীল গৃহে।
ইচ্ছেমত বাড়ছে শুধু অন্ধকার যুগ
বখতিয়ারের সন্ত্রাস্য দ্রোহে।