প্যারিসের রক্তাক্ত রাস্তায় দাঁড়িয়ে,,
আজ সুখের চন্দ্র কবিরা চুপ।
আজ জর্জ ফ্রয়েডের মত আন্দোলন হবে না,,
লং মার্চ হবে না,,অনশন হবে না আন্নার!!
এত দায় কার পড়েছ বাবু,,,?
নিজের গর্দান বাঁচালেই,,হয় বাঁচা!!
তাছাড়া ঘরের কথা বাইরে কও কোন বেকুব?
তাই আজ শ্রীজাত বাবু লিখবেন না
লিখবেন মানে,, লিখিবেন না!!
পুরুষ্কার ফেরত দিবেন না অরুন্ধতী।
কথার মালায় গাজার আসর বসাবেন না অপর্না সেন।কোন বিশাল মিছিল হেটে যাবে না,,
পল্টন হতে বায়তুল মোকারমে।
কোন বাণীওয়ালা মালয়েশিয়ায় বসে
লিখবেন না বাণী ফেসবুকে।
মানবতার ফেরিওয়ালা কলামিস্ট জ্ঞানের ভাণ্ডার হতে ঝরবে না কালি কাগজের উপরে।
ছটি পায়ে উদারতার মন্ত্র
উচ্চারণ করবেন না কোন নেত্রী শুভ্র বসনে।
দেশে দেশে ফেবুর দেয়ালে
কান্নার রোদনে উঠবে না ঢেউ।
কান ফাটানো আলোচনা হবে না
বাস,ট্রেন,ট্রামে,,
আহা,,আহা কি হয়ে গেল গো
কী হয়ে গেলো,, বলে।
বোবারাও বলবে না কথা সেদিনের মত।
যেদিন,,সন্ত্রাসীদের তুলসী বেশে
পড়ে যায় সামান্য ব্যাঘাত,,।
যেদিন চাপাতিদের,,তুলা রূপের ভন্ডামি
করে দেয় কেউ প্রকাশ।
না না,,না,,সেদিনের মত কেউ বলবে না
বলবেই না,,,
আরে ও সন্ত্রাসী,,তুমি সন্ত্রাসী
বলবে না,,আরে ও চাপাতি,,তুমি চাপাতি
জ্ঞানের নামে অজ্ঞান বিলাসী তুমি
তুমি উদারতার আশীর্বাদ ভোগী
ঘৃণার নৃপতি।
তুমি অন্ধত্বের জন্য আলোর মাঝে
অন্ধ ভুপতি।
তোমাকে ঘৃণা জানাই হ্যা পশু
ঘৃণা জানাই,, তোমাকে দেখে
লজ্জিত হোক
সত্যিকারের মানব জাতি।