পাঠশালা,বিদ্যালয়,কলেজ
অতপর বিশ্ববিদ্যালয়
এই সব গুলি অসভ্য তীর্থস্থানের ধুলি মেখেই
তোমার সভ্য রাজমঞ্চের সামনে
হাজির হয়েছি; রাজ মাতা,,।
না না আমি কল্পনা চাওলার মত
আকাশে উড়তে আসিনি,৷
আমি তোমার দেবতুল্য চেয়ারের পাশেও
বসতে আসিনি।
আসিনি তোমার নেমন্ত্রন্য সোহাগের কুকুর হতে,,
এসেছি একটা ছোট্ট প্রাণসঞ্চারী দাবী নিয়ে,,,


ঘরে রেখে এসেছি মরণপ্রিয় বৃদ্ধ বাবা,,
যার রক্ত ঝরা ঘাম দিয়েই আমি হাটতে শিখেছি,,
ঘরে রেখে এসেছি মুখর বোবা এক বৃদ্ধ মা,,
যার অক্লান্ত শ্রমের বিনিময়ে আমি
কলম হতে কালি বের করতে শিখে ফেলেছি,,।
ঘরে রেখে এসেছি ওই একটা ছেড়া জুতার উপর
তারের সেলাই দেওয়া এক যুবতি বোন,,।
যার হাতে অমৃত জল খেয়ে খেয়ে এই অনল বিশ্বেও অন্তহীন শান্তি পেয়েছি দেবীর ছায়ায়।
ঘরে রেখে এসেছি  হাড়হাভাতে স্বপ্নবাজ
ছোট্ট একটা ভাই,
যে আমার মতই হাটছে,,,
সে ও হাটতে হাটতে এখানেই আসতে চায়,,
বাতাস খুজতে চায়
চায় জীবন দিয়ে কেনা জীবনের শ্বাস
এই রাজমাতার চাকচিক্যময় দেয়ালে।


গত কয়েকটা বসন্ত ধরে শুকনো পাতায়
পাতার ছবি এঁকে দেওয়া
সেই একটি  প্রজাপতি রঙের মেয়েকেও
পেছনে ফেলে এসেছি,,,।
হ্যা রাজ মাতা আমার কতগুলি টিভি
কয়গুলি দূর আলাপনি মোবাইল তার সঙ্গে
কতগুলি মহাত্মা গান্ধী,কতগুলি বিবেকানন্দ
ফেলে এসেছি।
আমি এক এক করে ফেলে এসেছি
আমার সব শান্তি সাগর
এসেছি এক জল্লাদ অশান্তির তীরে।


যে  পথে পথে এসেছি হেটে
সে পথে বিদ্বান বলে লোকে
জ্ঞানী  বলে লোকে,,
হা হা আমি বলি  কিসের বিদ্বান! কিসের জ্ঞানী!
আমি পাপী,আমি অভাগা,আমি নরাধম
কিবা জঘন্য মানুষ,,,তোমার নজরের মত।
যার কোন আসন নেই
আর কোন ভাষন নেই
এমনকি
যার কোন ভষ্ম হবার শ্মশান নেই।
আছে শুধু এক জীবন্ত রাবন চিতা।


যে চিতার উপর বসে বসে
আজো আছি মরণকে ভালবেসে,,
তাই মরণের সন্ধানে এক ছোট্ট দাবী
নিয়ে নেমেছি রাজপথে,,


নেমেছি প্লেকার্ডে,
নেমেছি ব্যানারে
নেমেছি বক্তৃতায়
নেমেছি স্লোগানে
লয়ে একটাই দাবী
ওরে হারামজাদি
চাকরী নয়,, জীবন নয়
বল মৃত্যু কবে দিবি।


কবে কেড়ে নিবি গুলিতে আমার প্রাণ,,
আমি যে আর পারছি না নিতে
তোর দেওয়া নাম,,,
ওই বেকার বোকা বিদ্বান!
প্রমান করে দে,, রাজমাতা
প্রমান করে দে
এ সারর্টিফিকেট নয়
সারর্টিফিকেট নয়
এ যে আমার অর্জিত
আমারই মৃত্যুর  ফরমান।
যে ফরমানে,,
চাকরী নয় জীবন নয়
গুলিই তার প্রকৃত সম্মান!
প্রকৃত সম্মান!!!
প্রকৃত সম্মান!
প্রকৃত সম্মান!


##############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২১/০৯/১৮